আভা ডেস্ক : কারাবিধি লঙ্ঘন করে ১১দিন ধরে বেগম জিয়ার সঙ্গে আত্মীয়-স্বজনদের দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় বেগম জিয়াকে সুচিকিৎসা দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ১১ দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এটা করে তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন।
সেই সঙ্গে সংবিধানও লঙ্ঘন করেছেন। সরকার এখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে মামলা দিচ্ছেন। এর উদ্দেশ্য হচ্ছে, দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। যাতে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারেন।’
টিভি অনলাইন