নিজস্ব প্রতিবেদক :যে রাঁধে সে চুলও বাঁধে, প্রবাদটি যথার্থ বটে এস আই উৎপলের বেলায়। উপ- পুলিশ পরিদর্শক (এস আই) উৎপল কুমার সরকার বর্তমানে রাজশাহী জেলা ডিবিতে কর্মরত আছেন। এর আগে দারোগা উৎপল দ্বায়িত্বে ছিলেন চারঘাট মডেল থানায়, সেখানে যেমন তিনি ছিলেন তৎপর ও কঠোর পরিশ্রমকারী অফিসার যার ঝুড়িতে আছে মাদকের বড় বড় চালান উদ্ধারের সফলতা, তেমনি আছে দুর্নাম। বহুল আলোচিত এই এস আই এর গোপন প্রতিবেদন করতে গিয়ে পরিচয় হয় নতুন অভিজ্ঞতার সাথে, কথা হয় চারঘাট এলাকার কুখ্যাত কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে। কথায় কথায় প্রায় সকল মাদক ব্যবসায়ী উৎপল দারোগাকে গালি দিচ্ছিল, আর বলছিল সে মাদকের টাকাও খায় আবার ধরেও নিয়ে যায়। নাম প্রকাশে অনৈচ্ছুক জনৈক ব্যাক্তি জানায় চারঘাট থানা এলাকায় উৎপলের মাদক ব্যবসায়ীদের সাথে সক্ষতা আছে বৈকি তবে তা সাময়িক সময়ের জন্য তার কাজ হাসিল হয়ে গেলে সে আর তাকে চিনে না। সেই মাদক ব্যবসায়ীর বক্তব্য অনুযায়ী ছোট মাদক ব্যবসায়ীদের সুবিধা দিয়ে মাদকের বড় চালান ধরে মামলা দেওয়াই তার কাজ। প্রতিবেদক কোশলে টাকা খাওয়ার বিষয়ে জানতে চাইলে সে রেগে বলে বোঝেন না ভাই মাদক ব্যবসায়ীকে ধরার পর বড় অংকে টাকা নিয়ে বলবে মামলা দুর্বল করার কথা বলে টাকাও খাবে আর মামলা টাও জোড়ালো করে দিবে। তার ভাষ্যমতে যে মাদক ব্যবসায়ী উৎপলের পাল্লায় পড়বে সে আর কোন দিন সোজা হয়ে দাড়াতে পারবে না। অপর এক মাদক ব্যবসায়ী জানান ছোট মাদক ব্যবসায়ীদের সাথে কিসের সক্ষতা সুবিধা নিয়ে সেই ছোট ব্যবসায়ীকে আটক করে মামলা দেয়। প্রতিবেদক মাদক স্পট এলাকার চা বিক্রেতার সাথে কথা বললে তিনি বলেন উৎপলের মত দারোগা যে এলাকার থাকবে, সে এলাকায় মাদক ব্যবসায়ীর অর্থনৈতিক ভাবে পংগু করে ফেলবে। চা বিক্রেতার বক্তব্য প্রতিবেদকে আরো চাঞ্চল্য করে তোলে, সে আরো বলেন, সবার সাথে সম্পর্ক রাখে উৎপল দারোগা অথচ সম্পর্ক ঠিক রেখে, অন্য দারোগা দিয়ে আটক করে মামলা দেয়।
অনুসন্ধানী প্রতিবেদনের মুল লক্ষ্য ছিল আসলেই মাদকের সাথে সক্ষতা আছে কি না তা দেখা। কিন্তু প্রতিবেদকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে ভিন্ন চিত্র, সেখানে স্পস্ট বোঝা যাচ্ছে মাদক ব্যবসায়ীকে মুলত সোর্স হিসাবে ব্যবহার করছে দারোগা উৎপল। দারোগা উৎপলের কাজের মাধ্যমটি ভিন্ন স্টাইলের বিধায় সে, অনেক মাদকের চালানের খবর পায় ও মাদক মামলা দিতে পারে।
সকল বিষয়ের উপর এস আই উৎপলের সাথে কথা বললে তিনি জানান কে কি ভাবলো আমি তা নিয়ে ভাবি না। আমি আর আমার ডিপার্টমেন্ট জানে আমি কেমন অফিসার কাজ করলে সুনামের পাশাপাশি বদনাম তো হবেই। তিনি আরো বলেন, আমি যে মাদক ব্যবসায়ীকে মামলা দিবো বা ধরবো সে তো আমাকে খারাপ বলবেই এটাই স্বাভাবিক।
উক্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুর রহমান এর কাছে জানতে চাইলে ভোরের আভা কে বলেন এস আই উৎপলের কাজ করার তরিকা একটু আলাদা সে সোর্স মেনটেন্টেন করে চলে বিধায় কাজও পায় বেশি। জেলা ডিবিতে তার মাদক উদ্ধার বেশ সফলতায় আছে।