ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
শুক্রবার (২৯ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলেন- লোকমান (৩০) ও ডলি আক্তার (২৪)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হয় ১৫ জন।