ভোরের আভা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন। নবীনগরে এই প্রথম সিজার ছাড়াই স্বাভাবিক ডেলিভারিতে মায়ের কোলে একাধিক শিশু জন্ম নিল।
বুধবার ভোরে উপজেলার গ্রামীণ হাসপাতালে ডা. সামীত্বা-হা কবীরের তত্ত্বাবধানে স্বাভাবিক ডেলিভারিতে ৩টি মেয়ে ও ১টি ছেলেসন্তান জন্ম দেন উপজেলার পার্শ্ববর্তী রায়পুরার শান্তিপুর গ্রামের ওই গৃহবধূ।
বর্তমানে প্রসূতি মা ও নবজাতকরা সুস্থ আছেন। তবে চিকিৎসক বলছেন, ছেলেটির স্বাভাবিক ওজন থেকে কম প্রায় ১ কেজি। ছেলেটির জীবন এখন সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসা দিতে হবে।
ওই চার নবজাতকের বাবা মো. হোসেন মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। অভাবের সংসারে একসঙ্গে ৪ সন্তান পেয়ে খুশি হলেও তাদের চিকিৎসা ও ভরণপোষণ নিয়ে হতাশায় ভুগছেন তিনি।
হোসেন মিয়া বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী- ওজন কম ছেলেটির ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। তবেই ছেলেটি বেঁচে থাকবে। ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার মতো আর্থিক সামর্থ্য তার নেই। ওই দম্পতির পূর্বের ৩টি মেয়ে ও ১টি ছেলেসন্তান রয়েছে। যুগান্তর