নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মানিকের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী, ভর্তি প্রকিয়ার সভাপতি শাম্য সাথী ভৌমিক, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম ও প্রভাষক মো. জয়নাল আবেদীন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. নাজিম উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মহা. হবিবুর রহমান বলেন, ছাত্রদের এবং সকলের সহযোগিতায় আমরা টানা তিন বার দেশ সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এ ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই। তাই আপনাদের সহযোগিতা এবং পরামর্শ সবসময় আশা করি।
এসময় কলেজের কর্মকর্তা-কর্মচারীসহ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীর দু’শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।