আভা ডেস্ক: আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। বৃহস্পতিবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আল-এখবারিয়া এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ওই চার ব্যক্তি সৌদি আরবের প্রখ্যাত ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্র করছিল। ‘ইরানের পক্ষে সেল গঠন করার অভিযোগে ওই চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ফৌজদারি আদালত।’
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ‘সন্ত্রাসীদের ইরানের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারা প্রখ্যাত ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করছিল।’
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ওই চার প্রশিক্ষিত ব্যক্তি পর্যটন অফিসের মাধ্যমে ইরান গিয়েছিল। তারা সেখানে ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ডের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল।
বিশ্বের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড প্রদানকারী দেশ হচ্ছে সৌদি আরব। ২০১৪ সাল এ পর্যন্ত দেশটি প্রায় ৬০০ লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১৬ সালে শিয়া নেতা নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।
উৎস
রাইজিংবিডি