আভা ডেস্ক : ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইছহাক সরকারকে র্যাব তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে বনানীর মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি যুগান্তরকে বলেন, ইছহাক সরকারের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন, মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে জোর করে গাড়িতে উঠিয়ে উত্তরার দিকে নিয়ে গেছে র্যাব। পারিবারিক একটি দাওয়াতে তিনি সেখানে গিয়েছিলেন।
তাকে অবিলম্বে জনসমক্ষে হাজির করার দাবি জানিয়েছেন রিজভী।
যুগান্তর