নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিমানবন্দরে ঢুকতে না দেওয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রেজাউন্নবী আল মামুনের সমর্থকরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।
বিমানবন্দর থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, একটি মাইক্রোযোগে কয়েকজন লোক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিমানবন্দরের প্রধান ফটকের সামনে পুলিশ ওই মাইক্রোবাসটিকে চ্যালেঞ্জ করে। মেইক্রোবাসের যাত্রীরা বিমানের যাত্রী কিনা পুলিশ জানতে চাই। কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এরপর ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আল মামুনের ঘোনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, উমরা হজ শেষে আল মামুন বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছেন। এসময় তাকে রিসিভ করতে যান তার কয়েকজন কর্মী-সমর্থক। তারা বিমাবন্দরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
তবে বিষয়টি নিয়ে আল মামুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।