গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে সেই স্কোরলাইনটা ধরে রাখতে পারলেন না আর্জেন্টাইনরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করতে হলো তাদের। ৫৩ মিনিটে নিশানাভেদ করে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে এগিয়ে দিলেন আন্তে রেবিক।
নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা নেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এমন সমীকরণ নিয়ে নিঝনি নভোগরদ স্টেডিয়ামে শুরুটা আক্রমণাত্মক করে আর্জেন্টিনা। সূচনালগ্ন থেকেই নিজেদের দখলে বল রেখে একের পর এক আক্রমণ ওঠেন মেসিরা। বেশ কয়েকটি ভালো সুযোগ পান তারা। সবচেয়ে বড় সুযোগ পান ৩০ মিনিটে। তবে ফাঁকায় বল পেলেও জালে জড়াতে পারেননি এনজো পেরেজ।
মিনিট তিনেক পর কাউন্টার অ্যাটাকে দারুণ সুযোগ তৈরি করে ক্রোয়েশিয়া। কিন্তু মারিও মানজুকিচের ব্যর্থতায় সাফল্যের মুখ দেখেনি দলটি। ক্রোয়াটরা সবচেয়ে বড় সুযোগ পায় বিরতির খানিক আগে। গোলরক্ষককে একা পেয়েও ঠিকানায় বল পাঠাতে পারেননি রেবিক। বিরতির পর যেন দায়ই শোধ করলেন তিনি।