আভা ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর। করন জোহর প্রযোজিত ধড়ক সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখতে চলেছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।
ধড়ক সিনেমার পর আবারো জুটিবদ্ধ হতে যাচ্ছেন ইশান-জানভি। সম্প্রতি নির্মাতা আর বালকির সঙ্গে একই গাড়িতে দেখা যায় এ জুটিকে। এরপর থেকেই বিটাউনে গুঞ্জন তার পরের সিনেমায় ইশান-জানভিকে চুক্তিবদ্ধ করতে চলেছেন আর বালকি।
২০১৬ সালে সাড়া জাগানো মারাঠি সিনেমা সাইরাত। এটির হিন্দি রিমেক ধড়ক। তবে রিমেক হলেও সিনেমাটিতে কিছুটা বৈচিত্র থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা। সিনেমাটি পরিচালনা করছেন শশাঙ্ক খাইতান। চলতি বছর জুলাইয়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।