পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- পলাশবাড়ীত উপজেলায় প্রেমের জ্বালে ফেলিয়া দীর্ঘ দিন ধরে একাধিকবার দৈহিক মেলামেশা করার অভিযোগে প্রেমিকের বাড়িতে অনশন নেওয়া প্রেমিকার সাথে প্রেমিকের বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতর বালা গ্রামের ফিরোজ মামুদ কন্যা ফারজানা আক্তার(১৪)এর প্রতি কু-নজর দেয় একই গ্রামের শরিফুল ইসলামের পুত্র বিপ্লব মিয়া (২৬)। বিয়ার প্রলোভনে বিপ্লব দিনের পর দিন ফারজানার সঙ্গে দৈহিক মেলামেশা করে। বিভিন্ন সময় বিভিন্ন পার্ক হোটেল রেস্তরায় নিয়ে গিয়ে ঘুরে বেড়ানোসহ নিজ বাড়ীতে সবার অজান্তেই মেলামেশা করে আসছিল। ঘটনার দিন বিয়ের প্রতিশ্রুতিতে বিপ্লব তার বাড়িতে ফারজানাকে ডাকলে ফারজানা প্রেমের টানে সবার অজান্তে বিপ্লবের বাড়িতে গিয়ে উঠে। গ্রামের অন্যান্য লোকজন দেখেলে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়।এব্যাপারে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হলে থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে ফারজানা আক্তারকে উদ্ধার করতে গেলে বিবাদীর পরিবার ৫ তারিখ শনিবার বিয়ের দিন ঠিক করে মেয়েকে উদ্ধার করে তার পরিবারের হাতে হস্তান্তর করে রেখে আসে।পরে স্থানীয় উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে ৫ অক্টোবর মেয়ের বাড়িতে প্রেমিক বিপ্লব মিয়ার সাথে প্রেমিকা ফারজানা আক্তারের বিয়ে সম্পন্ন হয়।