প্রতিবাদ লিপি: বিভিন্ন সামাজিক মাধ্যমসহ একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত দল বদলিয়ে আবারও দাপূটে কার্তিক শিরোনামে প্রকাশিত সংবাদ অপপ্রচারের অংশ। সামাজিক মাধ্যমে একদল মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন। যারা এসব প্রচারের লিপ্ত হয়েছেন তারা অনৈতিক সুবিধা নিতে না পারায় এসব মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। সাংবাদিকদের বলতে চাই সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচার যাচাই করবেন। যাচাই না করে তা পত্রিকায় প্রকাশ করবেন না। আমি এমন সংবাদসহ সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এক মাছ চাষি। আমার মাছের ব্যবসা আছে। নিজের পুকুরে মাছ চাষ করি। পরিত্যক্ত জমি কৃষকের নিকট থেকে বর্গা নিয়ে ও জমিতে পুকুর খনন কৃষকসহ আমরা মাছের ব্যবসা করি। কারো জমি দখল বা প্রভাব বিস্তার করে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলা নিয়ে আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার করা হচ্ছে। বরং ৫ আগস্ট আমার অনেক পুকুরের মাছ লুট করা হয়েছে। শুধুমাত্র পূর্ব শত্রুতার জেরে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এমন করা হচ্ছে।
আমি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি।
কার্তিক শাহা
সাবেক কাউন্সিলর
তাহেরপুর ৩ নং ওয়ার্ড
বাগমারা, রাজশাহী।